টেকনাফের হ্নীলায় হাইওয়ে থানা পুলিশ প্রধান সড়কে তল্লাশী চালিয়ে ইয়াবা বোঝাই টমটমসহ মাদক কারবারী এক চালককে গ্রেফতার করেছে।


সুত্র জানায়, ১৭ আগস্ট সকাল সাড়ে ১১টারদিকে হোয়াইক্যং হাইওয়ে থানার এসআই মোঃ সিরাজুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সংগীয় ফোর্স নিয়ে হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজের সামনে প্রধান সড়কে নিয়মিত চেকপোস্ট ডিউটিকালে একটি ইজি বাইক (মিনি টমটম) তল্লাশি করে। পরে চালকের আচরণ সন্দেহজনক হওয়ায় চালক হ্নীলা ঊলুচামরীর রুস্তুম আলীর পুত্র মোঃ ইউনুস আলী (৩৪) কে আটক করে তল্লাশি চালায়। এক পর্যায়ে টমটম চালকের সিটের নীচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা কচ টেপ দিয়ে মোড়ানো একটি প্যাকেট পাওয়া যায়। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে উক্ত প্যাকেট খুলে প্রতি প্যাকেটে ২শ করে ১১টি নীল রংয়ের জিপার ব্যাগ হতে মোট ২হাজার ২শ পিস ইয়াবা উদ্ধারসহ পাচার কাজে ব্যবহৃত টমটমটি জব্দ করা হয়।



হোয়াইক্যং হাইওয়ে থানার ওসি জানান, এই বিষয়ে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবা ও টমটমসহ ধৃত মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024