টাঙ্গাইলের মধুপুরে ট্রানস্পরেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) অনুপ্রেরণায় ঘটিত সচেতন নাগরিক কমিটি (সনাক), মধুপুর এর বিশেষ উদ্যোগে স্বাস্থ্য খাতে সুশাসন নিশ্চিত এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক ক্যাম্পিং পরিচালিত হয়।  

১৭ আগস্ট বৃহস্পতিবার আয়োজিত সভায়  সভাপতিত্ব করেন মধুপুর সনাকের সম্মানিত সনাক সদস্য এবং ইয়েস উপকমিটির আহবায়ক বজলুর রশিদ খান চুন্নু। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার  শামীমা ইয়াসমীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার চেয়ারম্যান  আলহাজ্ব ছরোয়ার আলম খান আবু,  মধুপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ  মোঃ সাইদুর রহমান। উপজেলা চত্ত্বর থেকে রেলি ও লিফলেট বিতরণ শুরু হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঘুরে সনাক অফিসে গিয়ে শেষ হয়। এতে অংশগ্রহণকারী ৪০ জন ইয়েস, ছাত্র-ছাত্রী, এসিজি সদস্য এবং সনাক সদস্য উপস্থিত ছিলেন। ডেঙ্গু রোগ প্রতিরোধ করনীয় বিষয়ে প্রচারণায় ছিলেন রুহুল আমিন রনি, দলনেতা, ইয়েস গ্রুপ। সার্বিক পরিচালনায় ছিলেন জিনিয়া গ্লোরিয়া ম্রং, এরিয়া কো-অর্ডিনেটর, টিআইবি।

পরে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024