কারো পা'গ'লে'র মতো ভালোবাসা পেয়েও যে মানুষটি অবহেলা করে তাকে ছেড়ে গিয়েছে, খোঁজ নিয়ে দেখো

আজ না হয় কাল সেও ভালোবেসে ভালোবাসা না পেয়ে পা'গ'লই হয়েছে;

ভালোবাসা ভীষণ অদ্ভুত! বেশিরভাগ মানুষই ভুল সময় কিংবা ভুল মানুষকে ভালোবাসে, তাই ভালোবেসে আমরা যতটা না সুখ পাই তার চেয়ে অনেক বেশি দুঃখ কুড়াই;

তাই বলে তো আর জীবন নামের রেল গাড়িটা ভালোবাসা নামক স্টেশন মিস করে যেতে পারে না;

ভালোবাসা ছিলো, ভালোবাসা আছে, ভালোবাসা রবে অনন্ত কাল;

লেখক : প্রণব মন্ডল, কবি এবং শিক্ষার্থী।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024