জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ থেকে স্নাতক-সম্মান প্রথম বর্ষে ভর্তিতে খেলোয়াড় কোটা চালু করেছে।গত আগস্ট এর ৩ তারিখে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।এই সভার সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয় ৭ আগস্টের মধ্যে খেলোয়াড় কোটায় ভর্তিচ্ছুদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়।

সর্বমোট ২৪ জন শিক্ষার্থী এই কোটার জন্য আবেদন করেছিল এবং চারজন সাক্ষাতকারের দিন উপস্থিত হয়েছিল এছাড়া একজনকে সার্টিফিকেট যাচাইয়ের পরে ভর্তি করা হয়েছিল। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রথমবারের মতো এ বছর শুধু বিকেএসপি সনদধারীদের জন্য এই কোটা চালু করা হয়েছে। রেজিস্ট্রার হুমায়ুন কবির বলেন ,বিশ্ববিদ্যালয়ের খেলাধুলার মান উন্নয়ন এবং জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য মানসম্পন্ন খেলোয়াড় ও দক্ষ ক্রীড়াবিদ তৈরি করার লক্ষ্যে এই কোটা চালু করা হয়েছে।

এছাড়াও, নজরুল বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে ভর্তিতে বিভিন্ন ধরনের কোটা রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে-ক্ষুদ্র জাতিগোষ্ঠী কোটা, হরিজন ও দলিত সম্প্রদায় কোটা, মুক্তিযোদ্ধা কোটা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সন্তানের জন্য পোষ্য কোটা এবং প্রতিবন্ধী কোটা। প্রার্থীদের ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের  ওয়েবসাইট অথবা প্রসাশনিক ভবনের রেজিস্ট্রার দপ্তরে যোগাযোগ করতে হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024