চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও সিভিল সার্জন কার্যালয়ের যথাযথ উদ্যোগ না নেয়ার প্রতিবাদে ও অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবিতে জনস্বাস্থ্য অধিকার রক্ষা কমিটি, চট্টগ্রাম এর উদ্যোগে আজ বিকেল ৪ টায় প্রেসক্লাব চত্বরে কমিটির আহ্বায়ক ডাঃ মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব ডাঃ সুশান্ত বড়ুয়ার পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নাগরিকবৃন্দ বলেন, “চসিকে কোন কীটতত্ত্ববিদ নেই! ফলে ডেঙ্গুর বিরুদ্ধে সত্যিকার অর্থে কোন কার্যকর পদক্ষেপ নেয়া যাচ্ছে না। এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির কোন উদ্যোগও প্রশাসনের পক্ষ থেকে পরিলক্ষিত হচ্ছে না। নির্বাচনের সময় মেয়র ও কাউন্সিলরগণ যদি মানুষের বাড়ি বাড়ি ভোট চাওয়ার জন্য যেতে পারেন, তাহলে এখন কেন ডেঙ্গু নিয়ন্ত্রণে মানুষের বাড়ি বাড়ি গিয়ে পদক্ষেপ নিচ্ছেন না? একবিংশ শতাব্দীতে সামান্য মশার কামড়ে মানুষকে মরতে হচ্ছে এরচেয়ে লজ্জার আর কিছু নেই! এই দায়িত্বহীনতার দায় সরকার ও প্রশাসন কোনভাবেই এড়াতে পারে না।”

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024