রনজিৎ বর্মন  শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ শুক্রবার(১৮ আগষ্ট) দুপুর ১২টায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের হল রুমে আহবায়ক কমিটি গঠন উপলক্ষে এক সাধারণ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলার সভাপতি বিশ^জিৎ সাধু। প্রধান অতিথি বক্তব্যে বলেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মুক্তিযুদ্ধের স্বপক্ষের সহায়ক শক্তি হিসাবে কাজ করে যাচ্ছে। তিনি সকলকে সতর্ক থাকার আহব্বান জানান। কমিটির কার্যক্রম জোরদার করার কথা বলেন। ইউনিয়ন কমিটি গঠনের কথা বলেন এবং এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে জেলা কমিটিকে অবহিত করণ সহ শ্যামনগর থানার অফিসার ইনচার্জের নম্বর রাখার কথা বলেন।

কৃষি ব্যাংক দেবহাটা শাখার ম্যানেজার বিষ্ণু পদ মন্ডলের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক বিশ^নাথ ঘোষ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ  জেলার সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ  জেলার সাংগাঠনিক সম্পাদক অসীম কুমার দাস, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ  জেলার আহবায়ক অমিত কুমার ঘোষ, শ্যামনগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডল, অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক পতিত মন্ডল।

স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ শ্যামনগর উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি ও অনুষ্ঠানের সভাপতি  বিষ্ণু পদ মন্ডল।

বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কেন্দ্রিয় কমিটির সদস্য কিরণ শংকর চ্যাটার্জী, ইউপি সদস্য উৎপল জোয়ারদ্দার, মহাদেব মন্ডল, বীরেন্দ্র নাথ বিশ^াস, স্বপন কুমার বৈদ্য, রনজিৎ রপ্তান, মধুসুদন মন্ডল, তরুণ ঘরামি,পরিতোষ কর্মকার, উমেশ রায় প্রমুখ।
সমগ্র অনুষ্ঠান উপস্থাপনা করেন শিক্ষক সনজিৎ দাস।

সভায় সর্ব সম্মতিক্রমে আগামী তিন মাসের জন্য বিষ্ণু পদ মন্ডলকে আহবায়ক ও কিরণ শংকর চ্যাটার্জীকে সদস্য সচিব করে ৩৫ সদস্য বিশিষ্ট বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ শ্যামনগর উপজেলার শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়। এবং একই সাথে উমেশ রায়কে আহবায়ক ও তরুণ কুমার ঘরামিকে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট যুব ঐক্য পরিষদের কমিটি গঠন করা হয়।
ছবি- শ্যামনগরে  হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলার সভাপতি বিশ^জিৎ সাধু।



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024