|
Date: 2022-09-22 14:30:54 |
আশাশুনি উপজেলার বুধহাটায় অভিযান চালিয়ে দুই দুগ্ধ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে বুধহাটা বাজারের দুধ ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রথমে কুল্যার মোড়স্থ দুটি দুগ্ধ সংরক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন। পরে সাতক্ষীরা জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোকলেছুর রহমানের ব্যবস্থাপনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক নাজমুল হাসান অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে বুধহাটা বাজারস্থ হাবাসপুর গ্রামের দুগ্ধ ব্যবসায়ী কনক চন্দ্র ঘোষ ও সূর্যকান্ত ঘোষকে শিশু খাদ্যে (দুধ) অপদ্রব্য পুশ করা কালে হাতে নাতে ধরে ফেলেন। পরে শিশু খাদ্যে (দুধ) অপদ্রব্য পুশ করার অপরাধে তাদের প্রত্যেককে ২০০০ টাকিা করে ৪০০০ টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এ ধরনের অপরাধ মূলক কাজ আর করবে না মর্মে অঙ্গীকারাবদ্ধ করা হয়। এসময় ক্যাবের প্রতিনিধি সাকিবুর রহমান বাবলা, আশাশুনি সেনেটারী ইন্সপেক্টর জি এম গোলাম মোস্তফা ও সদর থানা পুলিশ উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024