জলিল-জাহান ফাউন্ডেশনের আয়োজনে এটিএন বাংলায় প্রচারিত কুরআনের ধ্বনি ‘হিফজুল কুরআন প্রতিযোগিতা ‘২৩ এ মাক্কী গ্রুপে প্রথম স্হান অধিকার করেছেন কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের ৪নং ওয়ার্ড তবলী পাড়ার মো:ওসমান গণির পুত্র মোহাম্মদ তানজিন(১১)।সে একই এলাকার আল জাবেরিয়া আর্দশ হাফেজিয়া মাদরাসার কৃতি শিক্ষার্থী।

ছেলের এমন সাফল্যের জন্য তার পিতা মো:ওসমান গণি, অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ জগতের অহংকার ওস্তাজুল হুফ্ফাজ আলহাজ্ব হাফেজ শরিফুল ইসলাম সিকদার এবং হাফেজ ইউনুছ কুতুবী সহ তার সকল সম্মানিত শিক্ষক গণ যাদের অক্লান্ত পরিশ্রম, পিতৃসুলভ সেন্হ,শিক্ষক সুলভ শাষন,তিক্ষ মেধা ভিত্তিক দিক নির্দেশনায় এমন সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে।মাদরাসা কৃর্তপক্ষ,শিক্ষার্থী, এলাকাবাসী সহ যারা  দোয়া করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।এবং তানজিদের পিতা হিসেবে নিজেকে সৌভাগ্যবান মনে করেন,ও তানজিদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

উল্লেখ্য,পুরুস্কার হিসেবে তানজিদ কে নগদ ৫০,০০০টাকা, ক্রেষ্ট ও সনদ সহ পিতা মো:ওসমান গণিকে  পবিত্র ওমরা পালনের সুযোগ প্রদান করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024