আশাশুনি উপজেলার খাজরায় বিভিন্ন পূজা মন্ডপে নিরাপত্তা বজায় রাখতে সিসি ক্যামেরা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০.৩০ টায় খাজরা ইউপি চেয়ারম্যানের কার্যালয়ে এ ক্যামেরা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আসন্ন শারদীয়া দুর্গোৎসব শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে সার্বিক আইন শৃংখলা বজায় রাখতে স্বরাষ্ট্রমন্ত্রী সকল মন্দিরকে সিসি ক্যামেরার আওতায় আনার সিদ্ধান্ত প্রদান করেছেন। সিদ্ধান্ত বাস্তবায়নে এবং সাতক্ষীরা জেলা পুলিশ সুপার ও আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দিক নির্দেশনা মোতাবেক খাজরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহ নেওয়াজ ডালিম ব্যক্তিগত অর্থে সিসি ক্যামেরা ক্রয় করেছেন। বৃহস্পতিবার তিনি ইউনিয়নের ১৪ টি মন্দিরের জন্য ১৪ টি সিসি ক্যামেরা বিতরণ করেন। ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা দীনেশ চন্দ্র মন্ডলের হাতে ক্যামেরা সেট তুলে দিয়ে এ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন চেয়ারম্যান আলহাজ্ব শাহ নেওয়াজ ডালিম। এসময় ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব কুমার দাশ, ইউপি সদস্য হাসমত ঢালি, রামপদ সানা, মহিলা মেম্বর তহমিনা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024