|
Date: 2023-08-18 18:23:46 |
কালিঘাট রোড সিএনজি শ্রমিক পরিচালনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন ১৩৬ ভোটে বিজয়ী সাজ্জাদুর রহমান নোওসাদ
মৌলভীবাজার জেলা অটো, টেম্পু, মিশুক, বেবি, সিএনজি সড়ক পরিবহন রেজিস্ট্রেশন নং চট্টঃ (২৩৫৯) এর অন্তর্ভুক্ত শ্রীমঙ্গল উপজেলা শাখার কালিঘাট রোড সিএনজি শ্রমিক পরিচালনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৩ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত একটানা ভোট গ্রহণ ও গণনা শেষে সন্ধায় নির্বাচনে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও ২৩৫৯ এর উপদেষ্টা হাজী কামাল হোসেন।
ঘোষিত ফলাফল থেকে জানা যায়, কালিঘাট রোড সিএনজি শ্রমিক পরিচালনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে ১৩৬ ভোট পেয়ে আনারস প্রতীকের প্রার্থী মোঃ সাজ্জাদুর রহমান নোওসাদ বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চেয়ার প্রতীকের কাওছার মিয়া পেয়েছেন ৮০ ভোট।
সেক্রেটারি পদে মোরগ প্রতীকের প্রার্থী আব্দাল মিয়া ৯২ ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সৈয়দ আখতার মিয়া মটর সাইকেল প্রতীকে ৬৮ ভোট পেয়েছেন।
এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় কালিঘাট রোড (সিএনজি) শ্রমিক পরিচালনা কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বাস প্রতীকের প্রার্থী মোঃ সুলতান আহমদ এবং সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ডাব প্রতীকের মোঃ রুমান হোসাইন।
ভোট গণনাকালে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র-২ ও পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মীর এমএ সালাম, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ হানিফ চৌধুরী, ২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল জব্বার আজাদ, শ্রীমঙ্গল থানার এসআই দূর্জয়, সাবেক কাউন্সিলর জিনু মিয়া, পরিবহন শ্রমিক নেতা মোঃ ময়না মিয়া, ইউছুপ মিয়া, মোহাম্মদ আলী, বিশিষ্ট ব্যবসায়ী শাহিন আহমেদ, সিএনজি শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি, সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
জানা যায়, সভাপতি পদে মোট বৈধ ভোটের সংখ্যা । এর মধ্যে বাতিল ভোটের সংখ্যা ৫টি।
সভাপতি পদে ছোট ভাই নোওসাদ বিজয়ী হওয়ার পর বড় ভাই শ্রীমঙ্গল পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল জব্বার আজাদ এভাবেই তাকে জড়িয়ে ধরেন, এসময় উভয়ের চোখে অশ্রু দেখা যায়।
© Deshchitro 2024