সামনেই ওয়ানডে বিশ্বকাপ। যারা এখন পর্যন্ত ভবিষ্যদ্বাণী করেছেন, বেশিরভাগই কমপক্ষে এশিয়ার দুটি দলকে সেমিফাইনালে রেখেছেন। আর দুটি দল হলো ভারত আর পাকিস্তান।


তবে ডি ভিলিয়ার্স একটু অন্যরকম ভবিষ্যদ্বাণী করেছেন। তার চার সেমিফাইনালিস্টের মধ্যে তিনটিই এশিয়ার বাইরে। এশিয়ার পরাশক্তি হিসেবে রেখেছেন কেবল স্বাগতিক ভারতকে।


‘মিস্টার ৩৬০ ডিগ্রি’ নামে খ্যাত এই দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার বিশ্বকাপের সেমিফাইনালিস্ট নিয়ে ভবিষ্যদ্বাণী করেন নিজের ইউটিউব চ্যানেলের এক প্রশ্নোত্তর ভিডিওতে।


ভারতকে বিশ্বকাপের ফেবারিট উল্লেখ করে ডি ভিলিয়ার্স বলেন, ‘অবশ্যই ভারতকে রাখতে হবে। আমি তো মনে করি তারা আবারও বিশ্বকাপ জিতবে। এটা একটা রূপকথার বিশ্বকাপ হবে। সেমিফাইনালের ক্ষেত্রে ভারত, ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া-এই বিগ থ্রিকে রাখব আমি।’ 


তাহলে সেমিফাইনালের আরেক দল কে হবে? ডি ভিলিয়ার্সের উত্তর, ‘যদিও পাকিস্তানের ভালো সম্ভাবনা আছে, তবু চার নম্বরে আমি দক্ষিণ আফ্রিকাকেই রাখব।’


সাবেক প্রোটিয়া ব্যাটার যোগ করেন, ‘উপমহাদেশের বাইরের তিনটা দল সেমিফাইনালে রাখাটা ঝুঁকিপূর্ণ। তারপরও নিজের অনুমানে আমি অটল। কারণ বিশ্বকাপ ভালো উইকেটে খেলা হবে। আমার মনে হয় না বিশ্বকাপে খারাপ উইকেট থাকবে।’


ডি ভিলিয়ার্স চার সেমিফাইনালিস্টের নাম বলেই থেমে যাননি, ফাইনালের দুই দলও বাছাই করে ফেলেছেন। তিনি বলেন, ‘ফাইনালে খেলবে ভারত-ইংল্যান্ড। এ দুই দল যদি একে অপরকে ফাইনালে পায়, চমৎকার একটা ম্যাচ হবে; যদিও সেখানে আমি দক্ষিণ আফ্রিকাকেই দেখতে চাই।’


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024