পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন, সামাজিক-সম্প্রীতির মাধ্যমে সহিংসতা, সন্ত্রাসবাদ, ধর্মীয় উগ্রবাদসহ সমাজের অসংগতি রুখতে হবে। এজন্য দলমত নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা সামাজিক-সম্প্রীতির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার কবির হোসেন পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি বলেন, দেশের উন্নয়নের প্রধান অন্তরায় সামজিক অস্থিরতা। যে দেশে সামাজিক বন্ধন মজবুদ, সেই দেশ অর্থনৈতিকসহ প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের শিখরে আহরোণ করেছে। দেশ থেকে সন্ত্রাসবাদ, সহিংসতা, ধর্মীয় উগ্রতা রুখতে জননেত্রী শেখ হাসিনা সরকার নানা পদক্ষেপ নিয়ে বাস্তবায়ন করে চলেছে। এজন্য সমাজ থেকে এসব অসংগতি দূর করতে পুলিশিং কমিটি গঠনসহ সামজিকভাবে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সভা-সেমিনার করা হচ্ছে।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আলী হাসানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন থানার ওসি নূর-ই আলম সিদ্দীকি, আওয়ামী লীগ নেতা অ্যাড. বশির আহম্মেদ খান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, শেখর চন্দ্র রায়, আব্দুল হামিদ সরদার, জেলা পরিষদের সাবেক সদস্য গৌতম চক্রবর্তী, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ চঞ্চল ভট্টাচার্য্য প্রমূখ।
এর আগে মণিরামপুর উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024