|
Date: 2023-08-19 03:52:14 |
বাসস্ট্যান্ডে আমাকে দেখে প্রায় ১০ বছরের একটি মেয়ে আমার কাছে এসে বলল,
"বাবু, পেন নেবে, ১০ টাকায় চারটে দেবো।"
তার সাথের ছোট ছেলেটা সম্ভঃবত তার ভাই।
আমি বললাম,
"আমার পেন লাগবে নারে মা।"
পরে তার প্রশ্নটা শুনে আমি স্থম্ভিত হয়ে যাই,
"তাহলে আমরা কিছু খাবো কিভাবে?"
আমি বললাম,
"আমি পেন চাই না তবে তোমরা অবশ্যই কিছু খাবে..!"
আমার ব্যাগে দুই প্যাকেট বিস্কুট ছিল, ব্যাগ থেকে প্যাকেট দুটো বের করে দুটোই মেয়েটিকে দিতে চাইলাম। কিন্তু আমি অবাক, যখন সে একটি প্যাকেট ফেরত দিয়ে বললো,
"বাবু! একটাই যথেষ্ট, আমরা এক প্যাকেটই ভাইবোন মিলে ভাগ করে খাবো"।
উত্তর শুনে আমি হতবাক!
আমি পুনঃরাবৃত্তি করলাম,
"দুজনে দুটোই রাখো, কোন সমস্যা নেই"
মেয়েটির উত্তর শুনে আমার অন্তরাত্মা কেঁপে উঠলো....
"তাহলে তুমি কি খাবে?"
এই পৃথিবীতে যেখানে কোটি কোটি টাকা রোজগার করা মানুষ প্রগতির নামে মানুষকে লুণ্ঠনে লিপ্ত..!
মানবতাকে সামনে রেখে, একটি ক্ষুধার্ত শিশু শিখিয়ে গেলো "মানবতার প্রকৃত অর্থ"।
লেখক: প্রণব মন্ডল, কবি এবং শিক্ষার্থী।
© Deshchitro 2024