|
Date: 2023-08-19 05:21:03 |
নাশকতার অভিযোগে জামায়াতের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সস্পাদক, খুলনা অঞ্চল পরিচালক ও সাতক্ষীরা জেলার সাবেক আমির মুহাদ্দিস আব্দুল খালেককে গ্রেফতার করেছে পুলিশ।
সাতক্ষীরা সদর থানাধীন আগরদাড়ী ইউনিয়নের ধলবাড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে শুক্রবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম বলেন, ‘জামায়াত নেতা আব্দুল খালেকের নামে নাশকতা সৃষ্টির অভিযোগে একাধিক মামলা ও ওয়ারেন্ট রয়েছে। তাকে দুপুরে নিজ বাড়ি থেকে জেলা ডিবি ও সদর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
© Deshchitro 2024