|
Date: 2023-08-19 07:57:05 |
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন প্রশাখা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ১৮ আগস্ট শুক্রবার বিকেলে উপজেলার গজনী অবকাশ পর্যটন কেন্দ্র মুক্তমঞ্চে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান, র্যাফেল ড্র, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি হাফিজুর রহমান হাফিজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ কাজল মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, সংগঠনের প্রতিষ্ঠাতা ও স্থায়ী কমিটির সদস্য এবং সিনিয়র সহকারী সচিব মোঃ রোকনুজ্জামান খান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাসুদ হাসান, ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ রোস্তম আলী, শালচুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হারুন অর রশিদ, ব্যবসায়ী ছমির আলী মল্লিক, রফিকুল ইসলাম, ডাঃ সেরাজুল হক টেকনিক্যাল কলেজের উপদেষ্টা মাসুম বিল্লাহ, প্রশাখা’র প্রতিষ্ঠাতা সভাপতি সিদ্দিকুর রহমান সোহেল এবং স্থায়ী কমিটির সদস্য হাফিজুর রহমান রাজু। সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত এ সংগঠনটি, ২০০৬ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই ঝিনাইগাতী উপজেলায় রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান, বিতর্ক ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, গনিত উৎসব, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস মূখী করতে শতভাগ উপস্থিতি পুরস্কারসহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ এবং রোগ সম্পর্কে সচেতনতামূলক কার্যক্রম বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। উল্লেখ্য, গত ঈদুল ফিতরে প্রশাখার আয়োজনে উত্তরণ পাবলিক স্কুল বনাম পাঞ্জেরী মডেল পাবলিক স্কুলের অংশগ্রহণে “হাতে হাতে স্মার্ট ফোন, মেধা শূন্যতার মূল কারণ” এ বিষয়ের উপর বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে সংগঠনটি ব্যাপক প্রশংসিত হয়েছিল।
© Deshchitro 2024