|
Date: 2023-08-19 08:39:54 |
নিজ কর্ম দক্ষতায় সফল উদ্যোক্তা নারী চাঁপাইনবাবগঞ্জের মেয়ে দিলারা জেসমিন।
কবি বলিয়াছেন, জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো। নিজের পরিশ্রমে আম বিক্রি করে সফল নারী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জের মেয়ে দিলারা জেসমিন ।
দিলারা জেসমিন বলেন,অন্যের উপর নির্ভরশীল না হয়ে প্রতিটি মেয়ে যেন পরিশ্রম করে সফল হয় সেই লক্ষ্যে কাজ করছি। তিনি বলেন, মেয়েরা সমাজের বোঝা নয় তারাই উন্নয়নের চাবিকাঠি।আমি নিজে কাজ করছি পাশাপাশি অন্যাকে কাজের সুযোগ দিচ্ছি।
তিনি আরও বলেন, মেয়েরা অবসর সময়ে অনলাইনে কাজ করে নিজ সংসারে অবদান রাখতে পারে। আমি এবছর প্রায় ১১০০০ কেজি আম বিক্রি করেছি।
তিনি আরও বলেন, আমার নিজস্ব বাগানের আম শুধু দেশের মাটিতে নয় বিদেশের মাটিতেও ভূয়সী প্রশংসার দাবিদার।আমার বাগানের আম সুদূর কানাডা,লন্ডন,ও দুবাইতে রপ্তানি করেছি।তিনি আরও বলেন,দেশ ও দেশের বাহিরের মানুষকে কার্বাইড মুক্ত আম খাওয়ানোই আমার মূখ্য উদ্দেশ্য দিলারা জেসমিনএর সাথে প্রায় ১০০ জন মহিলা কাজ করছেন।দিলারা আরও বলেন, আমার নিজস্ব প্রতিষ্ঠান দিলারা ফুর্ডস গ্যালারি এর কার্যক্রম শহর, গ্রাম এমন কি বাংলাদেশের সব জেলায় ছড়িয়ে দিতে চাই।
দিলারা জেসমিন শুধু সফল উদ্যেগতাই নয়,তিনি শের-ই বাংলা কলেজের বানিজ্য বিভাগের প্রভাষক।
© Deshchitro 2024