বগুড়ার আদমদীঘিতে ৯০০গ্রাম গাঁজাসহ আব্দুল বারিক (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার (১৯ আগস্ট) সকালে উপজেলার মটপুকুরিয়া গ্রামের পাশে একটি মৎস্য হ্যাচারীর সামনে থেকে তাকে গ্রেফতার করে। আব্দুল বারিক উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের মটপুকুরিয়া গ্রামের আফজাল প্রামাণিকের ছেলে। এ ব্যাপরারে আদমদীঘি থানায় একটি মামলা হয়েছে।

পুলিশ জানায়, শনিবার সকালে আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের মটপুকুরিয়া গ্রামের পাশে জনৈক বাবলুর মৎস্য হ্যাচারীর সামনে এক ব্যক্তি গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করতেছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক ফেরদৌস আলী ফোর্সসহ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে আব্দুল বারিককে আটক করে তার কাছে থাকা একটি বাজারের ব্যাগের ভিতর থেকে ৯০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়।

আদমদীঘি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাসমতউল্লাহ বলেন, গ্রেফতারকৃত আব্দুল বারিক-কে ওই দিন দুপুরে আদালতে পাঠানো  হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024