লাখাই উপজেলার ৫ নম্বর করাব ইউনিয়নের পূর্ব সিংহগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংযোগ সড়কের বেহাল দশায় বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয়ে গমনাগমনে ভোগান্তি চরমে। 

খোঁজ নিয়ে জানা যায় হবিগঞ্জ - লাখাই সড়ক থেকে পূর্ব সিংহগ্রাম খেলার পর্যন্ত রাস্তার পূর্ব সিংহগ্রাম অংশে সড়কের পাশের খালের ওপারে পূর্ব সিংহগ্রাম সপ্রাবি অবস্থিত।সড়ক হইতে বিদ্যালয় পর্যন্ত সংযোগ সড়কে কালভার্ট না থাকায় বিদ্যালয়ে আসা - যাওয়ার সংযোগ সড়কটি পাইপ সমেত মাটি ভরাট করে নির্মিত হয়।দীর্ঘদিন যাবত এটির খালের উপর কালভার্ট নির্মিত না হওয়ায়  সংযোগ সড়কের খালের অংশটুকু ধ্বসে পড়ায় কার্যত তা চলাচল অনুপোযোগী হযে পড়েছে। এতে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী ও বিদ্যালয়ের পার্শবর্তী পাঞ্জেগানা মসজিদ এর মুসল্লীদের চলাচলে দূর্ভোগ পাহাতে হচ্ছে। এদিকে দীর্ঘদিন যাবত এ অবস্থা চললেও এ সমস্যা নিরসনে সংসলিষ্ট উর্ধতন কর্তৃপক্ষ নির্বিকার।এ বিষয়ে ৫ নম্বর করাব ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুস এর সাথে আলাপকালে জানান পূর্ব সিংহগ্রাম সপ্রাবি এর সংযোগ সড়কের বেহাল দশার বিষয়টি অবহিত হয়েছি।এ সমস্যা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024