টি-টোয়েন্টি ক্রিকেট সর্বদাই অনিশ্চয়তায় ভরপুর। আর সেটিই যেন আবার প্রমাণিত হলো আরব আমিরাত-নিউজিল্যান্ড ম্যাচে। আইসিসির সহযোগী সদস্যের বিপক্ষে এর আগে কখনোই হারেনি নিউজিল্যান্ড। এবার, সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে কিউইদের রীতিমতো উড়িয়ে দিয়েছে আরব আমিরাত। শনিবার (১৯ আগস্ট) নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ে দলটি। আগে ব্যাট করে নিউজিল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ১৪২ রান সংগ্রহ করে। জবাবে মুহাম্মদ ওয়াসিম ও আসিফ খানের নৈপুণ্যে ২৬ বল হাতে রেখে মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের দেখা পায় স্বাগতিকরা। 


আগে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৪ রানের নিজেদের প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। আরব আমিরাতের বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ৬৫ রানে ৫ উইকেট হারিয়ে এক পর্যায়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারীরা। সেখান থেকে দলকে বিপদমুক্ত করেন চ্যাপম্যান ও নিশাম। শেষ পর্যন্ত ব্যাটারদের ব্যর্থতায় বড় সংগ্রহ দাঁড় করাতে ব্যর্থ হয় তারা। দলটির পক্ষে সর্বোচ্চ ৪৬ বলে ৬৩ রান করেন চ্যাপম্যান। আরব আমিরাতের আফজাল খান ২০ রানে শিকার করেন ৩ উইকেট। 


১৪৩ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় স্বাগতিকরা। তবে এরপরই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় তারা। মুহাম্মদ ওয়াসিম ও আসিফ খানের নৈপুণ্যে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় সংযুক্ত আরব আমিরাত। ওয়াসিম ২৯ বলে ৫৫ এবং আসিফ খান ২৯ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন। 



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024