মিজানুর রহমান আজহারী মুনার ৬ষ্ঠ কনভেনশনে যোগ দিতে  যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় আগামী ১৮ আগস্ট শুরু হচ্ছে প্রবাসে মুসলমানদের সবচেয়ে বৃহৎ মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকার (মুনা) সম্মেলন। তিন দিনের এ সম্মেলন চলবে ২০ আগস্ট পর্যন্ত। 

এই সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া থেকে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন বাংলাদেশের জনপ্রিয় ধর্মীয় আলোচক মিজানুর রহমান আজহারী। এই সম্মেলনে তিনি বিশেষ বক্তা হিসেবে কুরআন ও হাদিসের বিশ্লেষণধর্মী বক্তব্য দেবেন।
করোনাকালীন বিরূপ পরিস্থিতির কারণে ৩ বছর বিরতির পর এবার নতুন রূপে এবং আরও বৃহৎ পরিসরে মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা ‘মুনা কনভেনশন-২০২৩’ এর আয়োজন করা হয়েছে। যুক্তরাষ্টের ফিলাডেলফিয়া অঙ্গরাজ্যের পেনসিলভানিয়া কনভেনশন সেন্টারে ১৮, ১৯ ও ২০ আগস্ট অনুষ্ঠিত হচ্ছে এবারের কনভেনশন।

আল-কুরআন গাইডেন্স ফর হিউম্যানিটি’ এই স্লোগানকে প্রতিপাদ্য করে এবারের কনভেনশন অনুষ্ঠিত হবে। এতে মুসলিম জীবনে বিশেষ করে বাংলাদেশি-আমেরিকান পরিবারের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

উল্লেখ্য, মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা সংক্ষেপে মুনা হচ্ছে আমেরিকার একটি দাওয়াতি ও সামাজিক সংগঠন। মানুষের ব্যক্তিগত, নৈতিক ও সামাজিক মানোন্নয়নের জন্য সার্বিক প্রচেষ্টা চালানোর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় মুনা।

১৯৯০ সালে নিউইয়র্ক অঙ্গরাজ্যে করপোরেশনভুক্ত হওয়া সংগঠনটি বর্তমানে ৪০টিরও বেশি অঙ্গরাজ্যে নিয়মিত কার্যক্রম চালাচ্ছে।

এবারের ৬ষ্ঠ কনভেনশনে ২৪-২৫ হাজার ডেলিগেটের অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিশ^খ্যাত ইসলামি আলোচক মিজানুর রহমান আজহারী। কনভেনশন সফল করতে মুনার ন্যাশনাল, জোনাল, চ্যাপ্টার ও সাব চ্যাপ্টার দায়িত্বশীলরা দিনরাত পরিশ্রম করে চলছেন। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2023