|
Date: 2023-08-20 07:49:46 |
বগুড়ার আদমদীঘিতে চাঞ্চল্যকর আজিজার মন্ডল হত্যা মামলার প্রধান আসামি ফরিদ মন্ডল (৫৫) কে গ্রেফতার করেছে র্যাব- ১২। গত শুক্রবার রাত ১১টার দিকে নওগাঁর পোরশা উপজেলার নিতপুর পশ্চিম মধ্যপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে। সে আদমদীঘি উপজেলার সান্দিড়া ব্যাপারীপাড়া গ্রামের আসকর আলী মন্ডলের ছেলে। গত শনিবার বিকেলে র্যাব-১২ বগুড়া ক্যাম্পে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন কোম্পানী কমান্ডার মীর মনির হোসেন।
র্যাব- ১২ বগুড়া কার্যালয় সূত্রে জানা গেছে, আদমদীঘি উপজেলার সান্দিড়া ব্যাপারীপাড়া গ্রামের আজিজার মন্ডল ও ফরিদ উদ্দিন মন্ডল চাচা ভাতিজার মধ্যে দীঘদিন যাবত পারিবারিক কলহ নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে গত ৮ আগস্ট বিকেল ৩টার দিকে আজিজার মন্ডল ও ফরিদ মন্ডলের পরিবারের মধ্যে গালিগালাজের এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটলে ভাতিজা আজিজার মন্ডল গুরুত্বর আহত হলে প্রথমে আদমদীঘি পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরদিন ৯আগস্ট ভোর ৫টায় আহত আজিজার মন্ডল চিকিৎসাধিন অবস্থায় সেখানে মারা যান। এ ঘটনায় তার স্ত্রী আজিরন বেগম বাদী হয়ে রিপন মন্ডল তার পিতা ফরিদ মন্ডলসহ চার জনকে আসামি করে আদমদীঘি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এদিকে মামলা দায়েরের পর তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক প্রদিপ কুমার ১নম্বর আসামি রিপন মন্ডলকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন। এঘটনার পর থেকে অপর আসামিরা পালিয়ে গা ঢাকা দেয়। এদিকে র্যাব সদর দপ্তর ঢাকা এর সহযোগিতায় গোয়েন্দা তথ্যের ভিক্তিতে র্যাব- ১২ বগুড়ার একটি আভিযানিক দল নওগাঁর পোরশা উপজেলার নিতপুর পশ্চিম মধ্যপাড়া এলাকা অভিযান চালিয়ে ২নম্বর আসামি ফরিদ মন্ডলকে গ্রেফতার করে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ হত্যা মামলায় দুই জনকে গ্রেফতার করা হলো।
© Deshchitro 2024