|
Date: 2023-08-20 08:08:06 |
আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কুড়িগ্রামের বিভিন্ন উপজেলার দরিদ্র মহিলাদের সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে রোববার সকালে জেলা পরিষদ মিলনায়তনে ১৫ দিনব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করেন- জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি মোঃ জাফর আলী। এ সময় উপস্থিত ছিলেন- জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোঃ ফরিদুল ইসলাম, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, আওয়ামী লীগ নেতা অলক সরকার, প্রশিক্ষক ফাল্গুনী তরফদার প্রমূখ।
জেলার বিভিন্ন উপজেলার ৪৩ জন দরিদ্র মহিলা প্রশিক্ষণ শেষে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিনামূল্যে সেলাই মেশিন সহ প্রশিক্ষণ ভাতা পাবেন।
© Deshchitro 2024