ঘাটাইল (টাঙ্গাইল)প্রতিনিধি :

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রসুলপুর ঢলুয়া পাাড়ায় হয়ে গেল দুদিন ব্যাপি গ্রাম বাংলার সংস্কৃতি বেহুলা গান উৎসব। 

জানাযায়, গত ১৭ ও ১৮ আগষ্ট এ দুদিন উপজেলার রসুলপুর ইউনিয়নের ঢলুয়া পাড়া খালেক প্রি ক্যাডেট স্কুল মাঠে  বেহুলা  গানের প্রয়াত ওস্তাদ নুরুল আমিন আকন্দের স্মরণে শ্রাবণী ডালা উৎসর্গের উদ্দেশ্যে এ উৎসব অনুষ্ঠিত হয়। 

প্রয়াত ওস্তাদ নুরুল আমিন আকন্দের ছোট ছেলে রুহুল আমিন আকন্দের আয়োজনে বিভিন্ন এলাকা থেকে আসা কয়েকটি দলের সমন্বয়ে এ বেহুলা গান উৎসব অনুষ্ঠিত হয়। 

এ দুদিনে এখানে আশেপাশের বিভিন্ন এলাকা থেকে আসা কয়েক হাজার লোকের  সমাবেশ ঘটে। 

লোকজনের সাথে কথা বলে জানাযায়, প্রতি বছরের মত এবছরও এখানে রুহুল আমিন আকন্দ বেহুলা গানের আয়োজন করেছে। এর আগে রুহুল আমিনের বাব প্রয়াত ওস্তাদ নুরুল আমিন আকন্দও এ আয়োজন করতো। এ আয়োজন আমাদের এলাকার একটি উৎসবে পরিনত হয়েছে। 

আয়োজক রুহুল আমিন আকন্দ জানান, এ অনুষ্ঠান আমার রক্তের সাথে মিশে আছে। আমার বাবা প্রয়াত ওস্তাদ নুরুল আমিন আকন্দ ছিলেন এই সংস্কৃতির এ এলাকার ওস্তাদ। সবাই তাকে অনেক মান্য করতো। তার প্রয়ানে আমি এ সংস্কৃতি এ এলাকায় সবার সহযোগিতায় বাঁচিয়ে রাখতে চাই। অনুষ্ঠান শেষে আদি ও বিশেষ পদ্ধতিতে সাপে কাটা রোগীর চিকিৎসা করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024