|
Date: 2023-08-21 03:42:02 |
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আদমদীঘির চাঁপাপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও তার সহযোগী সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (১৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বিহিগ্রাম আওয়ামীলীগ দলীয় চত্ত¡রে এই সভা অনুষ্ঠিত হয়। চাঁপাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোতাহার হোসেন বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু।
ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাকদ উজ্জল হোসেনের স ালনায় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সদস্য আশরাফুল ইসলাম মন্টু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, চাঁপাপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, যুগ্ন সম্পাদক নিসরুল হামিদ, যুবলীগের সভাপতি শাহিনুর রহমান, সম্পাদক জিল্লুর রহমান, রফিকুল ইসলাম আঞ্জু-সহ নেতৃবর্গ।
সভা শেষে ১৫ই আগস্ট বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিলে বিশেষ দোয়া করা হয়।
© Deshchitro 2024