কক্সবাজার জেলার মহেশখালী থানার নবাগত ওসি’র সুকান্ত চক্রবর্তী’র সাথে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ৷


রবিবার (২০ শে আগষ্ট) বিকাল ৪ঘটিকার সময় মহেশখালী থানা প্রাঙ্গনে ওসি (তদন্ত) তাজ উদ্দিনের সঞ্চালনায় নবাগত ওসি সুকান্ত চক্রবর্তী মহেশখালী উপজেলার সন্ত্রাস দমন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ’সহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ প্রশাসনের সাথে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ আলোচনা হয়।



মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, মহেশখালী প্রেস ক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ, মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি জে এইচ এম ইউনুস, সহ-সভাপতি ছৈয়দ মোস্তফা আলী, মহেশখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি জয়নাল আবেদীন, মহেশখালী অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোবাইব সজীব, মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ ন ম হাসান, এসএম রুবেল, বাংলাদেশ বেতার প্রতিনিধি আমিনুল হক,এম বশির উল্লাহ, গাজী আবু তাহের, এম আজিজ সিকদার, ফারুক ইকবাল, দৈনিক আজকের সংবাদ প্রতিনিধি হ্যাপী করিম, সাইফুল ইসলাম সাইফ, আব্দুল করিম রিফাত, শাহাবুদ্দিন সিকদার, সরওয় কামাল, নুরুল করিম, কাইছার হামিদ, মিজবাহ উদ্দীন আরজু, আবু বক্কর ছিদ্দিক’সহ মহেশখালী প্রেসক্লাব, মহেশখালী উপজেলা প্রেসক্লাব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মহেশখালী শাখা, কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরাম, মহেশখালী রিপোটার্স ইউনিটি’সহ বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।



এসময় মহেশখালী থানার নবাগত ওসি সুকান্ত চক্রবর্তী থানা পুলিশের পক্ষ থেকে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত মহেশখালী প্রতিষ্ঠার লক্ষ্যে এবং নাগরিক সেবার মান বৃদ্ধি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024