|
Date: 2023-08-21 06:01:48 |
কক্সবাজারের উখিয়া শরনার্থী রোহিঙ্গা শিবির জামতলী ১৫ নম্বর ক্যাম্পে মুখোশধারী আরসা সন্ত্রাসীরা জামতলী বাজার থেকে জোরপূর্বক ধরে নিয়ে হত্যার চেষ্টা।
কক্সবাজার ৮ এপিবিএনের অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) মো: আমির জাফর বিপিএম, বিষয়টি নিশ্চিত করেন জানান।
রবিবার (২০ আগষ্ট) রাত পৌনে ১টার দিকে উখিয়া থানাধীন জামতলী ১৫ নম্বর ক্যাম্পে মুখোশধারী ১০/১২ জন ব্যক্তি জামতলী ১৫ নম্বর ক্যাম্পের ৬বি ব্লক থেকে ১৫ নম্বর ক্যাম্পের এফসিএন-২২৮০৭৭, সি/৯ ব্লকের ৯০৫ নম্বরের বাসিন্দা নূর সালাম এর ছেলে আবুল কালাম (২১) কে জামতলী বাজারে জোরপূর্বক ধরে নিয়ে গলায় ছুরি দ্বারা আঘাত করে হত্যা চেষ্টা করে। পরে আহত অবস্থায় তাকে হাকিম পাড়া ১৪ নম্বর ক্যাম্পের বি/৩ ব্লকে ফেলে পালিয়ে যায়। পরে সেখানকার পাহারাদার ভলান্টিয়ারা তাকে উদ্ধার করে এমএসএফ হাসপাতালে নিয়ে যায়।
পরিবার সূত্রে জানা যায়, হাসপাতালের কর্মরত চিকিৎসক আহত আবুল কালাম’কে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড দেন। কিন্তু চট্টগ্রাম নেয়ার পথে ভোর ৫টার দিকে সে মৃত্যুবরণ করেন।
কক্সবাজার ৮ এপিবিএনের অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) মো: আমির জাফর বিপিএম, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক ভাবে জানা গেছে, আহত ব্যক্তি আরসা বিরোধী গ্ৰুপকে তথ্য আদান-প্রদান করে থাকে বলে জানা যায়। এ ব্যপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
© Deshchitro 2024