|
Date: 2022-09-23 08:23:45 |
শ্যামনগরে গ্লোবাল কাইমেট স্ট্রাইক
রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ শুক্রবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসকাবের সামনে যুব সংগঠনের আয়োজনে জলবায়ু পরিবর্তনের অশুভ মোকাবেলায় গ্লোবাল কাইমেট স্ট্রাইক পালিত হয়।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রতিবছর বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা যেমন অস্বাভাবিকহারে বৃদ্ধি পাচ্ছে, তেমনিভাবে সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতা বৃদ্ধির কারণে উপকূলীয় জেলাগুলো সমুদ্রপৃষ্ঠ তলিয়ে যাচ্ছে। ধারণা করা হচ্ছে ২০৫০ সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ৫০ সেন্টিমিটার বৃদ্ধি পাবে, যার ফলে বাংলাদেশের ১১ শতাংশ ভূমি সমুদ্রের নিচে তলিয়ে যাবে এবং দেশের উপকূলীয় অঞ্চলের দেড় কোটি মানুষ তাদের বাসস্থান ও সম্পদ হারিয়ে ‘জলবায়ু শরণার্থী’তে পরিণত হবে।
পৃথিবীকে রা করার চেষ্টায় এবং জলবায়ু পরিবর্তনের এই অশুভ প্রভাব মোকাবেলায় বিশ্বনেতৃত্বকে আরো দ্রুততা ও দৃঢ়তার সাথে কাজ করার আহবান জানাতে শ্যামনগরে এই গ্লোবাল কাইমেট স্ট্রাইকের আয়োজন।
এসএসটি, সিডিও ইয়ুথ টিম , লির্ডাস, বারসিক,শরুব ইয়ুথ টিম সহ অন্যান্য সংগঠনের যুবদের অংশ গ্রহণে গ্লোবাল কাইমেট স্ট্রাইক চলাকালে অতিথির বক্তব্য রাখেন বীরমুক্তিযোক্তা নজরুল ইসলাম, শিক্ষক রনজিৎ বর্মন, ইউপি সদস্য দেলোয়ারা বেগম। বক্তব্য রাখেন শরুব ইয়ুথ টিমের পরিচালক এস এম জান্নাতুল নাঈম, সিডিও ইয়ুথ টিমের সমন্বয়ক হাফিজুর রহমান, এস এস টির সমন্বয়ক এস এম রায়সুল ইসলাম প্রমুখ।
ছবি- শ্যামনগরে বিভিন্ন যুব সংগঠনের আয়োজনে গ্লোবাল কাইমেট স্ট্রাইক।
রনজিৎ বর্মন
তাং-২৩.৯.২২
মোবা-০১৭১২৪৪৮৯৬০
© Deshchitro 2024