জয়পুরহাটে বাস ও ব্যাটারী চালিত অটো ভ্যানের মুখোমুখি সংঘর্ষে হাফিজুল ইসলাম (৪২) নামে এক ভ্যানের চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 


নিহত ওই ভ্যান চালক পাঁচবিবি উপজেলার হরেন্দা গ্রামের সাত্তার হোসেনের ছেলে।

সোমবার (২১ আগস্ট) দুপুরের সদর উপজেলার শিমুলতলী এলাকার জয়পুরহাট-হিলি সড়কে দুর্ঘটনাটি ঘটেছে।

জয়পুরহাট থানার ওসি (তদন্ত) গোলাম সারওয়ার হোসেন জানান, ভ্যান চালক হাফিজুল ইসলাম তার অসুস্থ স্ত্রীকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করিয়ে তার মেয়েকে নিয়ে নিজ বাড়ি হরেন্দা গ্রামে ফেরার পথে শিমুলতলী এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী বাস সামনাসামনি ভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

তিনি আরও জানান, ঘটনার পর বাসটি নিয়ে পালিয়ে যাওয়ার সময় চালক লিটনকে গ্রেফতার করা হয়েছে।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024