২০০৪ সালের ২১ শে আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ও হামলাকারীদের ফাঁসির দাবিতে বাগেরহাটের মোরেলগঞ্জে যুবলীগের  উদ্যোগে বিক্ষোভ মিছিল ও  সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ২১ আগস্ট) বেলা ১১ টায় উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে  এ বিক্ষোভ মিছিল ও  মিছিল পরবর্তী  এক সমাবেশ  অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা  যুবলীগের  আহ্বায়ক  ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম,  যুগ্ম আহবায়ক  এ্যাড. তাজিনুর রহমান  পলাশ ও পৌর যুবলীগের আহ্বায়ক  আসাদুজ্জামান  বিপু ও যুগ্ম আহবায়ক  আরিফুল ইসলাম। 

প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন স্থানীয় সংসদ সদস্য  উপজেলা আওয়ামী লীগের সভাপতি  বীর মুক্তিযোদ্ধা  এ্যাড. আমিরুল আলম মিলন। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মজুমদার, সাবেক চেয়ারম্যান মাহদুদ আলী প্রমুখ।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024