শ্যামনগরে অবৈধ ভাবে বালু উত্তোলনের অপরাধে এক ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সোমবার(২১ আগষ্ট) সকাল১১টায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে এক ব্যাক্তিকে উপজেলা প্রশাসন কর্তৃক ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা ভূমি অফিস সুত্রে প্রকাশ, কৈখালী ইউনিয়নের জাদা বাজার নামক স্থানে  অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে আব্দুল হাকিম নামক এক ব্যবসায়ীকে সংশ্লিষ্ট আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং বালু উত্তোলনে ব্যব‎হ্নত পাইপ ও অন্যান্য সরঞ্জামাদি জব্দ করা হয়। পরবর্তীকালে এ জাতীয় কাজ আর না করার শর্তে মুচলেকা সম্পাদন করা হয়।  জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন সহকারী কমিশনার ভূমি আয়নুল হক, শ্যামনগর থানা পুলিশ প্রমুখ।

উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুজ্জামান বলেন বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে অবৈধভাবে বালু উত্তেলনের অপরাধে  জরিমানা করা হয় এবং জরিমানার টাকা স্পটে আদায় করা হয়েছে।

ছবি- শ্যামনগর কৈখালী অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে জরিমানা আদায়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024