|
Date: 2023-08-21 09:46:50 |
জাতীয় দলের নিয়মিত ওপেনার তামিম ইকবালের মেরুদণ্ডের হাড় ক্ষয়ের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন। ইতোমধ্যেই তিনি শুরু করেছেন তার পুনর্বাসন প্রক্রিয়ায়। ঘরের মাঠে আসন্ন নিউজিল্যান্ড সিরিজ দিয়ে মাঠে ফেরার দিকে তার চোখ।
গত (৯ আগস্ট) থেকে জিম ও ফিটনেস নিয়ে কাজ শুরু করেন তামিম ইকবাল। সেটি ছিল বাঁহাতি এই ব্যাটারের পুনর্বাসন প্রক্রিয়ারই একটি অংশ। তবে তামিমের ব্যাটিংয়ে নামাটা বড় কিছু নয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মূলত এর মাধ্যমে দেখতে চাইছে তামিমের শারীরিক অবস্থা। তবে তামিমের ব্যথা কাটাতে যেই ইনজেকশন নিয়েছেন সেটি কতখানি কার্যকর সেটি দেখতে চাইছে বোর্ডের মেডিক্যাল ইউনিট। ব্যাটিং করার পর বাঁহাতি এই ক্রিকেটারের ব্যথা ফিরে আসে কিনা সেটিই পরখ করা বোর্ডের মূল এজেন্ডা।
শনিবার (১৯ আগস্ট) এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
বিসিবির প্রধান চিকিৎসক বলেন, শিডিউল অনুযায়ী আজ শনিবার ওর ব্যাটিংয়ে নামার কথা। আমরা দেখতে চাই ইনজেকশনের কার্যকারীতা কতখানি। ব্যাটিং করলে আগের ব্যথা ফিরে আসে কিনা। এখন ও সুস্থ্য আছে। দেখা যাক ব্যাটিংয়ের পর কেমন অনুভব করে সে। সাবেক এই টাইগার দলপতিকে কবে পায়া যাবে সেটি এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে তবে পুরো বিষয়টিই নির্ভর করছে তামিমের শারীরিক পরিস্থিতির ওপর।
বিসিবির প্রধান চিকিৎসক আরো বলেন, দেখেন তামিম এখনও ব্যাটিংয়েই নামেনি। তাই এখনই বলা যাচ্ছে না তাকে কবে নাগাদ পাবো আমরা। আশা তো আছে আমাদের নিউজিল্যান্ড সিরিজের আগে ও খেলার জন্য ফিট হয়ে যাবে। কটা দিন যাক দেখি পরিস্থিতি কি দাঁড়ায়।
© Deshchitro 2024