আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) দের নতুন এক প্রতিবেদনে অভিযোগ করেছে, সৌদি সীমান্তরক্ষীরা ইয়েমেন সীমান্তে অভিবাসীদের উপর ‘বিস্ফোরক অস্ত্র’ নিক্ষেপ করেছে। এতে গত বছর থেকে এ পর্যন্ত কয়েকশ’ অভিবাসী নিহত হয়।

সোমবার (২১ আগস্ট) হিউম্যান রাইটস ওয়াচের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এসব হত্যাকাণ্ডের ঘটনা সৌদি-ইয়েমনে সীমান্তে ঘটেছে। নিহতদের বেশিরভাগই ইথিওপিয়ার নাগরিক। যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেন হয়ে সৌদিতে প্রবেশের চেষ্টার সময় তাদের গুলি করে হত্যা করা হয়েছে।

দে ফায়ার্ড অন আস লাইক রেইন-শিরোনামে এইচআরডব্লিউর প্রতিবেদন অভিবাসীদের সাক্ষ্য নেয়া হয়েছে। তারা জানিয়েছে, তাদেরকে লক্ষ্য করে গুলি করা হয়, মাঝে মধ্যে তাদের ওপর বিস্ফোরকও অস্ত্র দিয়েও হামলা চালানো হয়। সৌদির সঙ্গে ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সীমান্তে সৌদি পুলিশ ও সেনারা এসব করেছে।

এইচআরডব্লিও’র গবেষক নাদিয়া হার্ডম্যান এক বিবৃতিতে বলেছেন, সৌদি কর্মকর্তারা এই দুর্গম সীমান্ত এলাকায় বাসবাসরত বিশ্বের বিভিন্ন অঞ্চলের শত শত অভিবাসী এবং আশ্রয় প্রার্থীকে হত্যা করছে।

তিনি আরো বলেন, সৌদি ভাবমূর্তি উন্নত করার জন্য পেশাদার গল্ফ, ফুটবল ক্লাব এবং প্রধান বিনোদন ইভেন্টগুলি কেনার জন্য বিলিয়ন বিলিয়ন রিয়াল ব্যয় করা দেশটির পক্ষে এই ধরনের ভয়ঙ্কর অপরাধ থেকে মনোযোগ সরানো উচিত নয়।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, নিউইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংগঠনটি জানিয়েছে, প্রায় এক দশক ধরে সৌদি আরব এবং ইয়েমেন ইথিওপিয়ান অভিবাসীদের বিরুদ্ধে অপব্যবহারের অভিযোগ করে আসছে। তবে সর্বশেষ হত্যাকান্ডগুলো ‘বিস্তৃত এবং পদ্ধতিগত’ বলে মনে হচ্ছে এবং এটি মানবতার বিরুদ্ধে অপরাধের শামিল।

এদিকে, অভিযোগ সম্পর্কে তাৎক্ষণিক কোন মন্তব্য করেনি রিয়াদ। তবে সৌদি আরব সীমান্তবর্তী এলাকায় হাজার হাজার ইথিওপিয়ান বসবাস এবং কাজ কর্ম করে।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024