বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাবর-তারেক কেউই ২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে জড়িত না।


সোমবার (২১ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।


মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক ইতিহাসে ২১ আগস্ট জঘন্য ঘটনা। এটা কোনোভাবেই সমর্থন করে না বিএনপি। রাজনৈতিক ফাঁয়দা নেওয়ার জন্যই এমন দায় বিএনপির ওপর চাপানো হচ্ছে। বাবর- তারেক কেউই ২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে জড়িত না।


তিনি বলেন, সরকারের প্রতিহিংসা থেকে তারেক রহমানকে ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনার সঙ্গে জড়ানো হচ্ছে। ওই হামলার ঘটনার পুরো বিষয়টি সাজানো নাটক। কারণ যেখানে মিটিং হওয়ার কথা সেখান থেকে শিফট করে অন্য যায়গায় নিয়ে গেছে সমাবেশ। পুলিশ এ বিষয়টি জানতোই না। তারেকের নাম এফআইআর-এ ছিল না। তদন্তে কোনো নামই ছিল না তার। কিন্তু মুফতি হান্নানকে ১৪৫ দিন রিমান্ডে রেখে জোর করে স্বীকারোক্তি নিয়ে তারেক রহমানকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে।


বিএনপি মহাসচিব বলেন, বারবার বিএনপিকে ধ্বংস করার চেষ্টা হয়েছে, কিন্তু তা সফল হয়নি। বিরোধী দলকে নয়, জনগণকে ক্ষমতায় আনতে আন্দোলন করছে বিএনপি। দ্বিতীয় মুক্তিযুদ্ধ শুরু হয়েছে- তা হচ্ছে গণতন্ত্র, মানবাধিকার রক্ষার আন্দোলন।


তিনি বলেন, রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে একদলীয় শাসন কায়েমে নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে সরকার। তাই, এই সরকারকে পদত্যাগ করতে হবে এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024