চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ  পাঠানটুলী এলাকা থেকে‌ ৫০লাখ টাকার অর্থ দন্ড সহ সাজা প্রাপ্ত এক আসামিকে  আটক করা হয়েছে।
২১আগষ্ঠ সোমবার  দুপুরে কর্নফুলী জোনের সহকারী পুলিশ কমিশনারের নির্দেশনায় পতেঙ্গা থানার এসআই খাজা এনাম এলাহী ও  এসআই কিশোর বড়ুয়া নেতৃত্বে ১টি টিম নগরীর ডবলমুরিং  থানাধীন আগ্রাবাদ পাঠানঠুলি  এলাকায় অভিযান চালিয়ে ২ টি সি আর সাজা পরোয়ানা ভুক্ত  আসামি আব্দুর রব কে আটক করা হয় ।
সে পতেংগা মডেল থানার পরোয়ানায় সাজাপ্রাপ্ত বিজ্ঞ আদালতের সিআর-১০২৭/২০১৯ (ডবলমুরিং থানা) ও সিআর-১৯৪৭/২১পতেঙ্গা থানা) মামলা ০২ টির  দন্ডিত সাজাপ্রাপ্ত পলাতক আসামি।  তার বিরুদ্ধে বিজ্ঞ আদালত ১ বৎসর বিনাশ্রম কারাদন্ড ও সর্বমোট ৫০,০০,০০০ টাকা অর্থ দন্ডে দন্ডিত করা হয়েছে বলে জানা যায় ।
আটক আসামি  আঃ রব কে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

স্হানীয়  সূত্রে জানা গেছে যে, ধৃত আব্দুর রব চট্রগ্রাম মহানগর জাতীয় পার্টি (জাপা) 'এরশাদ'গ্রুপ পতেংগা থানা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024