|
Date: 2023-08-21 14:35:22 |
“শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তায়- সর্বত্র আমরা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে পুরুষ ও মহিলাদের প্রথম ধাপে গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
ডোমার উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে রবিবার (২০শে আগস্ট) উপজেলার জোড়াবাড়ী সিদ্দিকীয়া দ্বিমুখী দাখিল মাদরাসায় গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ।
দশদিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে ডোমার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা কল্পনা রাণী দাসের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—৪নং জোড়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাখাওয়াত হাবিব বাবু।
উল্লেখ্য, জোড়াবাড়ী ইউনিয়ন থেকে বাছাইকৃত ভিডিপির অস্ত্রবিহীন সদস্যদের আগামী ৩১শে আগস্ট অব্ধি মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হবে।
© Deshchitro 2024