নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ৫ নং চরফকিরা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের অর্জুনতলার ডাঙ্গির পাড় এলাকার আবদুর রব ডিলারের ছেলে আবদুল করিম লিটন তার চাচা আমির হোসেন ও তাজুল ইসলামের বিরুদ্ধে তাদের দক্ষিণ চরকাঁকড়ার মৌজার ওয়ারিশীয় সম্পত্তি সাড়ে ১২ একর জবর দখলের অভিযোগে করে সংবাদ সম্মেলনে করেন।

এসময় ওয়ারিশীয় সম্পত্তির দাবীদার আবদুর রব ডিলারের ভাগ্নেরা উপস্হিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিটন অভিযোগ করে বলেন, এ মৌজার ১০৬১২,১০৬১৩ সহ বিভিন্ন দাগে আমাদের ওয়ারিশীয় সাড়ে ১২ একর সম্পত্তি আছে। এ সম্পত্তির মালিক আমার বাপ চাচারা ৩ ভাই ও আমার ৪ ফুফু। কিন্তু আমার চাচা আমির ও তাজুল জবরদখল করে পুরো সম্পত্তি ভোগ করে আসছেন। এ ব্যাপারে আদালতের নিষেধাজ্ঞা থাকলেও তারা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ফসলী জমির ৮ লক্ষ টাকার মাটি বিক্রি করেছে,গাছ বিক্রি করেছে এবং ফসলী জমি কেটে নিয়ে গেছে। 

অভিযোগ অস্বীকার করে লিটন এর চাচা আমির হোসেন বলেন, লিটন এর বাবা আবদুর রব ডিলারের  জীবদ্দশায় আমাদের দুই ভাইয়ের নিকট ২৩৬ শতাংশ সম্পত্তি বিক্রি করে ফেলেছে। তিনি বলেন, লিটনরা এক তিল সম্পত্তিও পাবেনা। যদি এক তিল বা এক শতাংশ সম্পত্তি আমাদের নিকট পাওনা হয়,তাহলে আমরা তাদেরকে এক কাণি সম্পত্তি দিয়ে দিব।

এ ব্যাপারে চরফকিরা ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের মেম্বার নুর ইছলাম ওরফে সমীর মেম্বার এ প্রতিবেদককে জানান,তাদের এ ওয়ারিশীয় সম্পত্তিতে লিটনদের মালিকানা রয়েছে।তিনি বলেন, এ সম্পত্তির ওপর আদালতের নিষেধাজ্ঞাও রয়েছে। নিষেধাজ্ঞা দেওয়াকালীন সময়ে আমার জিম্মায় ধান বিক্রির টাকা রয়েছে।আদালতে বিষয়টি সমাধান হওয়ার পর আদালতের নির্দেশনা অনুযায়ী আমি টাকাগুলো বণ্টন করে দিব।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024