২০২২-২৩ অর্থবছরের এডিপি বরাদ্দের আওতায় নীলফামারীর ডোমার পৌরসভার ৪নং ওয়ার্ডের এলএসডি গোডাউন থেকে নীলফামারী রোড অব্ধি ২৯০ মিটার রাস্তা সিসিকরণ কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে আজ।
মঙ্গলবার (২২শে আগস্ট) সকাল ১১টায় ডোমার এলএসডি গোডাউন মোড়ে ডোমার পৌরসভার আয়োজনে অনুষ্ঠিত রাস্তা সিসিকরণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।
এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ডোমার পৌরসভার মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু, প্যানেল মেয়র ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর সেলিম রেজা, ডোমার নাট্য সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম রব্বি, সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ শমসের আলী, ডোমার পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হাফিজুল হক রবি, সাধারণ সম্পাদক মোঃ ময়নুল হক মনু প্রমূখ।
উল্লেখ্য, ডোমার পৌরসভায় এডিপি বরাদ্দের ২০ লাখ টাকা ব্যয়ে নির্মিত রাস্তাটির ঠিকাদারী প্রতিষ্ঠান দুইটি। প্রথম অংশের অর্ধেক কাজ করছে রিহান কনস্ট্রাকশন ও দ্বিতীয় অংশের কাজ করছে ফজলু রহমান কনস্ট্রাকশন।