|
Date: 2023-08-22 10:47:49 |
সিরাজগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩-এ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ রোভার স্কাউট হিসেবে পুরষ্কার পেয়েছেন সিরাজগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের "খ ইউনিট" এর সিনিয়র রোভার মেট মোঃ নইমুল হাসান।
মঙ্গলবার ( ২২ আগস্ট ২০২৩) সকাল ১১:০০ টায় শিক্ষা মন্ত্রণালয় ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা শিক্ষা অফিসার কাজি সলিম উল্লাহ এর সভাপতিত্বে জেলা শিক্ষা অফিস সিরাজগঞ্জের সহকারী পরিদর্শক মাকসুদা পারভীন এর সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জের জেলা প্রশাসক জনাব মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিরাজগঞ্জ গণপতি রায়। উল্লেখ্য, মোঃ নইমুল হাসান শহর সমাজসেবা কার্যালয়ে কর্মরত রশিদুল হাসান এর জ্যেষ্ঠ পুত্র। জেলা প্রশাসন ও জেলা শিক্ষা বিভাগ কর্তৃক গঠিত বাছাই কমিটি বিভিন্ন পর্যায় বিশ্লেষণ করে এ ফলাফল প্রকাশ করে। মোঃ নইমুল হাসান গত ২০১৪ সালে মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত বাংলাদেশ স্কাউটস এর স্কাউট শাখায় সর্বোচ্চ অ্যাওয়ার্ড "প্রেসিডেন্ট'স স্কাউট অ্যাওয়ার্ড" অর্জন করেন। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপ এবং অন্বেষণ মুক্ত স্কাউট দলের সিনিয়র পেট্রোল লিডার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক ক্যাম্প, জাম্বুরী ও মুটে কৃতিত্বের সাথে অংশগ্রহণ করেন।
© Deshchitro 2024