বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি আশাশুনি উপজেলা শাখার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) আশাশুনি দলিল লেখক সমিতির অফিসে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি সাতক্ষীরা জেলা সভাপতি সাইফুল ইসলাম (বাবু) ও সাধারণ সম্পাদক আ জা ম নাসির উদ্দীন নির্বাচন পরিচালনা করেন। ২১ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে অন্য কোন প্রার্থী না থাকায় সভাপতি পদে সার্জেন্ট (অবঃ) মনিরুজ্জামান ও কোষাধ্যক্ষ পদে সঞ্জয় দেবনাথ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দি¦া করেন গাউসুল আজম ও মোড়ল রুহুল আমিন। গাইসুল আজম ১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এসময় জেলা শাখার অতিঃ সাধারণ সম্পাদক শেখ আনজারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন আহম্মেদ, রোকন উদ্দীন, কোষাধ্যক্ষ তাহের হোসেন চান্দু, কার্য নির্বাহী সদস্য আঃ রশিদ, সৈয়দ আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024