দেপাশাই পশ্চিমপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ লোকমান হোসেন (৪৮) মাস্টারের উপর সন্ত্রাসী হামলা ঘটে।


রবিবার (২০আগষ্ট) সন্ধ্যা অনুমান ৭ঃ০০ ঘটিকার সময় ধামরাই থানাধীন দেপাশাই গ্রামের আমতলী বাজারস্থিত জনৈক আমজাদ হোসেনের কুড়া-ভূসির দোকানে মোঃ লোকমান হোসেন এসে বসে। এমতাবস্থায় বিবাদী দেপাশাই নয়াপাড়ার মোঃ সিরাজ উদ্দিনের ছেলে মাদকাসক্ত সন্ত্রাসী মোঃ রিপন হোসেন(৩৫), তার পিতা মোঃ সিরাজ উদ্দিন(৬৫) সহ ২/৩ জন সুপরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে অস্ত্র-সস্ত্র নিয়ে মোঃ লোকমানের উপর অতর্কিত হামলা করেন। সন্ত্রাসী রিপন মেহেগুনি কাঠের টুকরা দিয়ে মোঃ লোকমানের মাথায় আঘাত করে মাথা ফাটিয়ে ফেলে, হাতের আঙ্গুল ভেঙ্গে ফেলে, কান ফাটিয়ে ফেলে এবং শরীরের বিভিন্ন অংশে নিলা ফোলা ও কাটা রক্তাক্ত জখম করে ফেলে।


এসময় দোকানদার মোঃ আমজাদ হোসেনও লোকমান হোসেনকে বাঁচাতে গিয়ে আহত হয়।


পরে এলাকাবাসীর সহযোগিতায় মোঃ লোকমান হোসেনকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়।


এ বিষয়ে ধামরাই থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে ধামরাই থানার ওসি মোঃ হারুন অর রশিদ বলেন, তদন্ত স্বাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


ঘটনা সম্পর্কে জানতে চাইলে মোঃ লোকমান হোসেন বলেন সামান্য তুচ্ছ কথা নিয়ে আমার উপর এই সন্ত্রাসী হামলা ঘটানো হয়। আমার সাথে তাদের পূর্বের কোনো শত্রুতাও নেই।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024