|
Date: 2022-09-23 14:16:15 |
বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন (বিডিএমএ) সাতক্ষীরা জেলা সাধারণ সভা ও সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা তুফান কনভেনশন সেন্টারে এ সেমিনার ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিডিএমএ'র সভাপতি ডাঃ মোঃ সাহিনুর আলম সাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিডিএমএ’র কেন্দ্রীয় সদস্য ও জেলার প্রধান উপদেষ্টা ডাঃ একেএম মশিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন, স্টুডেন্ট এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি রাসেল মিয়া, ডাঃ তপন কুমার বিশ্বাস, ডাঃ মাসুদ রেজা, ডাঃ খাইরুল হাসান মুকুল, ডাঃ শংকর কুমার পাল, ডাঃ মোজাম্মেল হক, ডাঃ জিএম সাইফুল্লাহ, ডাঃ মনতেজ উদ্দীন, ডাঃ আলিফ রহমান, ডাঃ সুব্রত কুমার, ইনসেপ্টা ফার্মাসিটিক্যাল গ্রুপ ম্যানেজার ডাঃ ইকরাম মোম ইসহাক, তালাল মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।
© Deshchitro 2024