জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি, মাদক,জুয়া, ইভটিজিং,নারী নির্যাতন,বাল্য বিবাহ,অশ্লীলতা,সন্ত্রাস এবং জঙ্গিবাদ  মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জনসচেতনমূলক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ আগস্ট) বিকালে দেওয়ানগঞ্জ মডেল  থানার আয়োজনে দেওয়ানগঞ্জ বাজার রেলস্টেশনে প্রান্তরে  এক মতবিনিময় সভায় এসআই হারুন রশিদের সঞ্চালনায়  দেওয়ানগঞ্জ মডেল  থানার অফিসার ইনচার্জ শ্যামল চন্দ্র ধর এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার।
বিশেষ অতিথির  বক্তব্য রাখেন কাউন্সিলর মাসুদ রানা , কাউন্সিলর  মহাসিন আলী  বিপ্লব ,বীর মুক্তিযোদ্ধা হযরত আলী , সাংবাদিক মদন মোহন ঘোষ, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মনোয়ার হোসেন মনি, মুন্নি আক্তার সহ অনেকেই।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য হারুনুর রশিদ, কাউন্সিলর নূরে আলম  সিদ্দিকী জুয়েল,বীর মুক্তিযোদ্ধা,  এলাকার গণ্যমান্য  ব্যক্তিবর্গ, বিভিন্ন সংগঠনের  নেতাকর্মী, সাংবাদিক সহ আরো অনেকে। এ সময় বক্তারা ইভটিজিং, বাল্যবিবাহ, বিভিন্নভাবে হয়রানি শিকার ও সন্ত্রাস বা জঙ্গিবাদ  নিয়ে আলোচনা করেন তারা।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024