|
Date: 2023-08-23 09:21:47 |
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নের হাজারিয়া পাড়ার মো:সেলিমের ১২ বছর বয়সী শিশু পুত্র আব্দুল হালিম একুশ দিন ধরে নিখোঁজ রয়েছে। সম্ভাব্য সকল জায়গায় খোঁজ করেও তার সন্ধান পায়নি পরিবার। এ নিয়ে তার স্বজনরা উৎকন্ঠায় রয়েছেন।
স্বজনরা জানান, নিখোঁজ আবদুল হারিম গত ২/০৮/২৩ বুধবার নিজ বাড়ি থেকে একই ইউনিয়ের রহমানিয়া আনোয়ারুল উলুম মাদ্রাসা যাওয়ার পথে নিখোঁজ হয়ে সে আর বাড়ি ফেরেনি।
এ বিষয়ে কুতুবদিয়া থানায় ১৩ আগষ্ট সাধারণ ডায়েরি করা হয়েছে (জিডি নং ৫২৩)।
কেউ শিশুটির সন্ধান পেলে 01858182335/ 01608012607/ 01880673575 নম্বারে জানানোর অনুরোধ করছে তার পরিবার।
© Deshchitro 2024