পটুয়াখালী গলাচিপা উপজেলার রামনাবাদ নদীর বুকে প্রায় হাজার একর ভূমি জুরে জেগেছে চর।দীর্ঘদিন ধরে জেগে ওঠা সম্ভাবনার চর ও সবুজ বেষ্টনী সরজমিন পরিদর্শনের আয়োজন করেন জয়বাংলা মুক্তিযোদ্ধা পরিষদ ও উপজেলা মৎস্যজীবী লীগ।


উপজেলার পক্ষিয়া ও নলুয়াবাগী মৌজার রামনাবাদ-আগুনমুখা নদীর মোহনায় সদ্য জেগে ওঠা চরের নাম করণ করা হয়েছে "জয়বাংলা"। বাংলাদেশ জয়বাংলা মুক্তিযোদ্ধা পরিষদ নামক সংগঠন টি বহুদিন ধরে জেগে ওঠা নতুন চরের নাম করণ নিয়ে কাজ করছে। প্রতি বছর কোন কোন স্থানে বর্ষা মৌসুমে দুই বা তিন ফুট পানির নিচে তলিয়ে থাকলেও শীত মৌসুমে রামনাবাদের বুকে দুই থেকে তিন ফুট উচ্চতায় জেগে ওঠে এ চরটি। প্রায় ১০ কিলোমিটার দৈর্ঘ্য এবং তিন কিলোমিটার প্রস্থের চরটিতে গরু,মহিষের বিচরণ এবং কোথাও কোথাও ফসল চাষ হচ্ছে। 


গত ২৩ আগষ্ট রোজ বুধবার সকালে জয়বাংলা মুক্তিযোদ্ধা পরিষদের চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন তালুকদার এর সভাপতিত্বে আয়োজনের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মু.সাহিন শাহ।


এ সময় বিশেষ অতিথি হিসাবে অংশ গ্রহণ করেন গলাচিপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মোঃ সাইফুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃমজিবুর রহমান,গলাচিপা থানা অফিসার ইনচার্জ শোনিত কুমার গাইন।


এছাড়াও উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মু. নুরুল ইসলাম ধলা উপজেলা মৎস্য জীবী লীগের সভাপতি মোঃ নূর সায়েদ মাতুব্বর,সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সাবু সাংগঠনিক সম্পাদক তমাল তালুকদার সহ মুক্তিযোদ্ধা,রাজনৈতিক ব্যাক্তিত্ব ও সূধী জন উপস্থিত ছিলেন। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024