|
Date: 2023-08-23 16:43:21 |
জামালপুরে ইসলামপুর উপজেলায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ আগস্ট) বিকেলে ইসলামপুর থানা পুলিশের আয়োজনে ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে মাদক, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্যবিয়ে,অশ্লীলতা, সন্ত্রাস এবং জঙ্গিবাদমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সচেতনামূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জামালপুর পুলিশ (এসপি) মো. কামরুজ্জামান বিপিএম। বিশেষ অতিথি ইসলামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জামাল আব্দুন নাছের বাবুল, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মানিকুল ইসলাম মানিক, জেলা পরিষদ সদস্য মজিবুর রহমান শাজাহান, অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল) সুমন কান্তি চৌধুরী এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমানের সভাপতিত্বে এবং ওসি (তদন্ত) তফাদারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, পাথর্শী ইউপি ইফতেখার আলম বাবলু, বেলগাছা ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক, সাপধরী ইউপি চেয়ারম্যান শাহ আলম মণ্ডল, গোয়ালেরচর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাদশা, কুলকান্দী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ, পলবান্ধা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান কমল, নোয়ারপাড়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রোমান হাসান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটন প্রমুখ।
সভায় বিট পুলিশিং কার্যক্রমের নানাবিধ দিক তোলে ধরা হয় পুলিশের পক্ষ থেকে।
সভায় বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সংবাদকর্মী, জনপ্রতিনিধিসহ স্থানীয় বিভিন্ন স্তরের লোকজন সভায় অংশ নেন।
© Deshchitro 2024