|
Date: 2023-08-24 01:44:12 |
স্বামী-স্ত্রী বাইরে যাবেন। কিন্তু বেরোবার সময় স্ত্রীর সাজ নিয়ে আপত্তি তোলেন স্বামী। গায়ে সুগন্ধী মাখায় রেগে যান ওই ব্যক্তি। শুরু হয় ঝগড়া। রাগের মাথায় একপর্যায়ে স্ত্রীকে গুলি করলেন স্বামী। আজ শনিবার এমনই একটি ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ওই ব্যক্তির নাম মহেন্দ্র। তার স্ত্রী নীলমের বুকে গুলি লেগেছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ঘটনার পর থেকে মহেন্দ্র পলাতক। তার খোঁজে তল্লাশি অব্যাহত রেখেছে পুলিশ।
জানা গেছে, গুলির আওয়াজ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন নীলমের ভাই। তিনিই অন্য আত্মীয়দের ডেকে পাঠান। তাড়াতাড়ি করে বোনকে হাসপাতালে নিয়ে যান তিনি।
আট বছর আগে মহেন্দ্রের সঙ্গে নীলমের বিয়ে হয়। মহেন্দ্র চুরির দায়ে চার বছর জেলে ছিলেন। সেই সময় নীলম তার মা-বাবার সঙ্গে থাকতেন। সম্প্রতি সাজা শেষে মুক্তি পান মহেন্দ্র। নীলমও স্বামীর সঙ্গে থাকতে শুরু করেন।
© Deshchitro 2024