|
Date: 2023-08-24 06:52:48 |
ঢাকার দোহার উপজেলায় পুলিশ বিশেষ অভিযানে ২১৫ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়। উপজেলার পানকুন্ডু সাকিনস্থ গদিষ্ট্যান্ড সংলগ্ন পাকা রাস্তার উপর থেকে শেখ জুলহাস (৩৫) ও মনির খানকে (৫২) ২১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। পরে দুইজনের বিরুদ্ধে দোহার থানায় নিয়মিত মামলা রুজু করে আসামীদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়।
শেখ জুলহাস উপজেলার শিলাকোঠা (বাংলাবাজার) এলাকার মৃত শেখ লতিফের ছেলে ও মনির ঢাকার নবাবগঞ্জ উপজেলার রাজাপুর এলাকার (ইউপি- জয়কৃষ্ণপুর) মান্নান খানের ছেলে।
© Deshchitro 2024