রাজশাহীর বাঘা সীমান্ত এলাকার কলিগ্রাম পদ্মা নদীতে তিনটি মরা গরু সহ একজন ব্যক্তির ভাসমান লাশ দেখা গেছে। বৃহস্পতিবার(২৪-অক্টবর) সকালে স্থানীয় লোকজন এ দৃশ্য দেখে থানা পুলিশকে খবর দেয়। তবে দুপুর পর্যন্ত এ বিষয়ে কোন ব্যবস্থা নেয়া হয়নি। 

সরেজমিন বৃহস্পতিবার দুপুরে ঘটনা স্থলে গিয়ে দেখা যাই, নদীর কিনারে মাছ শিকার করা জালে আটেকে আছে একজন ব্যক্তির বিবস্ত্র লাশ ও একটি লাল রঙের ছোট গরু। অপর দুটি সাদা কালার বড় গরু সকালে ভাসমান অবস্থায় অনেকে দেখতে পেলেও  নদীর ব্যাপক স্রোত থাকায় দুপুরের  পর থেকে আর দেখা যাচ্ছে না বলে জানান গ্রামের কৃষক আব্দুল আলিম ও মৎস্য শিকারি আব্দুল মান্নান।  

এ বিষয়ে বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি)আব্দুল করিম জানান, সকালে স্থানীয় লোকমুখে মোবাইল ফোনের মাধ্যমে খবরটি পাই। অত:পর আমরা চারঘাট নৌ পুলিশকে বিষয়টি অবগত করেছি। এ বিষয়টি তারা দেখভাল করবেন।            

এদিকে সর্বশেষ বিকেল ৪ টায় এ রিপোর্ট লেখার সময় চারঘাট নৌ-পুলিশের ইন্সেপেক্টর  বেলাল হোসেননের সাথে কথা বললে তিনি বলেন, আমরা এই মুহুতে ঘটনা স্থলে অবস্থান করছি। এই নদীতে অনেক  স্রোত। আমাদের চোখে এখন পর্যন্ত একটি সাদা ও একটি লাল গরুর দেখা মিলেছে। আমরা মৃত ব্যাক্তির মরাদেহ খুজে বের করার চেষ্টায় আছি। 


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024