কলমাকান্দায় ওয়ার্ল্ড ভিশন -বাংলাদেশ এর পর্যালোচনা সভা অনুষ্ঠিত


মোঃ ফরমান উল্লাহ, ভ্রাম্যমান সংবাদদাতা


নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার নাজিপুরে কর্মরত বেসরকারী সেবা ও উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, নাজিরপুর  এপি'র উদ্যোগে বৃহস্পতিবার (২৪ আগস্ট) পুলিশ সার্ভিস ডেস্কে আসবাবপত্র প্রদান ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


এতে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন, বাংলাদেশ নাজিরপুর এপি'র প্রোগ্রাম অফিসার টুকি চাম্বুগং। প্রধান অতিথি ছিলেন কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ  (ওসি) আবুল কালাম পিপিএম। বিশেষ অতিথি ছিলন কলমাকান্দা প্রেসক্লাব সম্পাদক সিনিয়র সাংবাদিক মোঃ ফখরুল আলম খসরু, এসআই আশিকুর রহমাম ও তৃনা সরকার।


সভায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ,  নাজিরপুর এপি'র পক্ষ হতে পুলিশের সার্ভিস ডেস্কে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সেবা গ্রহিতাদের বসার সুবিধার জন্য ১১টি উন্নতমানের চেয়ার ও ১টি ফাস্ট-এইড বক্স প্রদান করা হয়েছে।     সেবার মান অধিকতর বৃদ্ধির লক্ষ্যে 

পর্যালোচনা সভায় আলোচনা করা হয়েছে।


প্রধান অতিথি ওসি আবুল কালাম পিপিএম পুলিশ সার্ভিস ডেস্কের মানসম্মত সেবার বিভিন্ন দিক উপস্থাপন করেন এবং ডেস্কের কার্যক্রম মানবিকতার সঙ্গে সার্বক্ষনিক তাঁর  তত্বাবধানে সম্পন্ন হয় বলে জানান। 




অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিশু ফোরাম এর সভাপতি নাজমুল হক,শিশু ফোরাম নেতা  প্রিয়া আক্তার, শ্রাবণী আক্তার, মিন্টু সাহা, নীলা আক্তার, লিপি, সুর্বনা আক্তার ও আফসানা খাতুন প্রমুখ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024