|
Date: 2023-08-24 16:29:29 |
রাজশাহীর গোদাগাড়ী উপেজলার বিজয়নগর গ্রামে কৃষাণী মাসুমা বেগমের সাত বিঘা জমিতে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট এর প্রোগ্রামে শুকনো জমিতে সরাসরি বীজ বপন পদ্ধতিতে আউস ধান চাষ করা হয়।
সেই জমিতে আজ বৃহস্পতিবার বিকাল ৪টার সময় আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
এতে ধানের শস্য নমুনা কর্তন করে দেখা যায় প্রতি হেক্টরে ৪.৫ থেকে ৫ টন ফলন হচ্ছে। প্রাপ্ত ফলনে স্থানীয় কৃষকরা জানায় এ পদ্ধতিতে ধান চাষ করলে লাভবান হোয়া যাবে। কৃষকরা আরো জানায়, এ পদ্ধতিতে ধান চাষ করলে শ্রমীক খরচ কম লাগে, পানি সাশ্রয় হয়, জমি চাষে খরচ কম হয়।
মাঠ দিবসে উপস্থিত ছিলেন রিসার্চ টেকনিশিয়ান জাহাঙ্গীর আালী, জাহিদুল ইসলাম।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন কৃষক সাব্বির হোসেন, ইকবাল আলম, মিরাজুল ইসলামসহ কৃষক কৃষাণী বৃন্দ।
© Deshchitro 2024